সত্যবার্তা ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে দশটায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সুরাইয়া মমতাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর বাগাতিপাড়া -০১আসনের সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম বকুল এমপি, আরো উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি অফিসার মমরেজ ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।