সত্য বার্তা ডেস্ক:
বাবার তৃতীয় মৃতু বার্ষিকী। তাই মরহুম বাবার মাগফিরাত কামনায় ১০৯ জন দরীদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন ছেলে ইউপি মেম্বর। সাথে ছিলেন বয়ো:বৃদ্ধ মা শর্মিলী বেগম।
মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজারের পাশে নিজ বাড়িতে ওইসব সামগ্রী হস্তান্তর করেন দিঘাপতিয়া ইউপি সদস্য মাসুদ পারভেজ সোহাগ।
সরেজমিনে দেখা যায়,সকাল থেকেই দরীদ্র নারী, পুরুষরা ভীর করছেন মেম্বরের বাড়ি সংলগ্ন রাস্তায়। সকাল পৌনে ১১ টার দিকে শুরু হয় ওই খাদ্য সামগ্রী বিতরণ। ওইসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, খেজুর, গুর, মুড়ি, চিনি, সোলাসহ বিভিন্ন পণ্য।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য মাসুদ,পারভেজ সোহাগের বাবা মরহুম আব্দুল সাত্তার খামারু দিঘাপতিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি ছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন আ’লীগের দীর্ঘদিন সহ সভাপতির দায়িত্বও পালন করেন।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ ওয়াসিক লাকী এবং সমাজ সেবক লোকমান কবির হিমু।