সত্যবার্তা ডেস্কঃ
বিএনপি’র ডাকা অপরাধের প্রতিবাদে নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কানাইখালি প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি একই স্থানে এসে শেষ হয় । পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-২( সদর ও নলডাঙ্গা)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি,জেলা যুব লীগের সভাপতি বাসিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।