সত্যবার্তা ডেস্ক:
ঢাকার সিটির সাবেক মেয়র,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক সহ সভাপতি, অবিভক্ত ঢাকা শহর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের উর্দ্ধগতি রোধে জাতীয়তাবাদি শ্রমিক দল ঢাকা দক্ষিণের উদ্যোগে লিফলেট বিতরণ কালে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে কেন আটক করা হয়েছে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।