সত্যবার্তা ডেস্ক :
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। বিএনপি দেশের সকল রাজনীতি দলের জ্ঞানী-গুণি, মেধাবী, ত্যাগী ও সাহসীদের নিয়ে আগামী দিনে সরকার গঠন করা হবে।
সোমবার (৩০মে) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, সরকারের অবৈধ এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে পাচারের কারণে আজ ডলার দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাংলাদেশে চাল, তেলসহ নিত্যপণ্য দ্রব্যের দাম আজ সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ আজ অভাব-অনটনে অসহায় হয়ে পড়েছেন। অল্প কিছু দিনের মধ্য বাংলাদেশ শ্রীলঙ্কার পরিণিত হবে।
দুল আরও বলেন, ৫০বছর আগে শহীদ জিয়াউর রহমান চিন্তা করে খাল-বিল খনন করেছিলেন। যাতে এ অঞ্চলে পানি ধরে রেখে কৃষকরা ফসল উৎপাদন পারে।
জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আজ নারীরা আত্মনির্ভরশীল হয়েছে। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি রাজনীতি নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে বলে তারা মনে করেছিল কিন্তু জীবিত জিয়াউর রহমানের চেয়ে মৃত জিয়াউর রহমান আরও বেশি শক্তিশালী।
এসময় জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চ, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল ব্যাপারিসহ থানা, জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী