সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার লালপুর থানাধীন শোভ বাজার এলাকায় গতকাল সোমবার আনুমানিক সাড়ে ৭ টায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে। অভিযোগকারী মোঃ গিয়াস উদ্দিন প্রামাণিক (৬০) পিতা- মৃত আহম্মেদ প্রামাণিক, সাং- কামারহাটি নতুনপাড়া, থানা- লালপুর, জেলা-নাটোরের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে। প্রতারক- ১| মোঃ আলতাব হোসেন (৩৭) পিতা- মোঃ হাসান আলী, সাং- শোভের মোড়, ২| মোঃ মঞ্জু রহমান (৩৬) পিতা- মোঃ এস্কেনদার আলী, সাং- কলাবাড়িয়া, উভয়ের থানা- লালপুর, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী মোঃ গিয়াস উদ্দিন প্রামাণিক এর অভিযোগ সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাব হোসেন এবং মোঃ মঞ্জু রহমান পরস্পর যোগসাজশে সুকৌশলে অভিযোগকারীর ছেলে মোঃ কিবরিয়া হোসেন (৩০) কে কম্বোডিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ১,৫০,০০০/- টাকা হাতিয়ে নেয়। পরে আসামীদের দেওয়া বিদেশগামী ও চাকরি সংক্রান্ত কাগজ পত্র যাচাই-বাছাই করে ভিকটিম জানতে পারে উক্ত কাগজ পত্র সব কিছু ভুয়া।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই সুবাদে প্রতারক মোঃ আলতাব এবং মোঃ মঞ্জু বিদেশে যাওয়ার জন্য আগ্রহী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় তাদের মূল টার্গেট ছিল। এবং বিদেশে যাওয়ার কাগজ পত্র কম্পিউটার ইডিটিং করে ভুয়া সীল মহর ও স্বাক্ষর ব্যবহার করতো।