সত্যবার্তা ডেস্ক :
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ,নাটোর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ কে ধন্যবাদ জানান । সেই সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার প্রত্যয় ব্যক্ত করেন ।
নাটোর সদর উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, কে সংবর্ধনা জানালেন দিঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ ।নাটোরের ৩নং দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব ,কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ জেলা আওয়ামী লীগের প্ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। অদ্য ৭ই মার্চ রোজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনায় সংবর্ধনা প্রদান করে দিঘাপতিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ কর্মী, জনাব রাজীব খামারু ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এ বিষয়ে যুবলীগ কর্মী রাজিব খামারু ও মনিরুল ছাত্রলীগ কর্মী মনিরুজ্জামান মনি বলেন,ইউনিয়ন পরিষদ ও দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আজ কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ কে নাটোর জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক করার কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জানাই তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ কে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরোও বলেন,দিঘাপতিয়া ইউনিয়নের কৃতি সন্তান সাজেদুর রহমান খান কে নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী নির্বাচিত করায় নাটোর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ কে ধন্যবাদ জানান ।
প্রবীন শিক্ষক দীর্ঘদিন যাবৎ নাটোর জেলা কৃষক লীগের সভাপতি পদে দক্ষতার সাথে কাজ করেছিলেন মোঃ কামাল উদ্দিন মাস্টার কে নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা করায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান।