মোঃসোহান সরকার
জেলা প্রতিনিধি :
বৃষ্টি হলে রাস্তায় পানি ভোগান্তিতে কয়েকটি পরিবার পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ ।বৃষ্টির পর ১৮ ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। এরপরও রাস্তা থেকে পানি নামেনি। কিন্তু বেশ কিছু বাড়ির চার পাশেই পানি জমে আছে। বসবাসের পাশাপাশি চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে নাটোর শহরের ৫ নং ওয়ার্ড কান্দিভিটা মহল্লার বাসিন্দাদের। রাস্তাটি নিচু হওয়ার কারণে রাস্তায় পানি জমে থাকে । একদিন বৃষ্টি হলে ৪-৫ দিন রাস্তায় পানি থাকে, ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে থাকে,এতে সাধারণ মানুষের চলাচল ও মোটরবাইক চলাচল এ অসুবিধার সৃষ্টি হচ্ছে। রাস্তাটির প্রথম অংশ উঁচু করা হয়েছে। বাঁকি অংশ টি উঁচু করার জন্য নাটোর পৌরসভার পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন কয়েকটি পরিবার।