মোঃ সুজন ইসলাম:
সদর উপজেলা প্রতিনিধি:
জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণকৃত ভিডিও ধারণ করায় এজাহারনামীও আসামী কে গ্রেফতার করেছে র্যাব।
এজাহার সূত্রে জানা যায় আসামী ভিকটিমের সম্পর্কে রুবেল মাল (৩৫), দেবর ভাবী ও প্রতিবেশী হয়। সেই সুবাদে আসামী রুবেল ভিকটিমের বাড়িতে যাওয়া আসা করতো। সেই সুবাদে আসামী ভিকটিম কে প্রেম প্রস্তাব ও বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেয়। ভিকটিম কুপস্তাব প্রত্যাখ্যান করে এবং তাদের বাড়িতে আসতে নিষেধ করে।
ক্যান্সার রোগে আক্রান্ত তার শাশুড়িকে নিয়ে ভিকটিমের স্বামী যখন নাটোর আধুনিক সদর হাসপাতালে ০৭-০৩-২০২৪ ইং তারিখে অবস্থান করে। একই তারিখে ভিকটিম ঘরের ছিটকানি দিয়ে যখন তার পাশেই শশুর বাড়িতে পোষা গরু ছাগল দেখার উদ্দেশ্যে যায়। সেই সময় আসামী মোঃ রুবেল মাল তার পিছনে দরজা দিয়ে ভিকটিমের শয়ন ঘরে এসে লুকিয়ে পড়ে।
পরবর্তী সময় ভিকটিম যখন বাড়িতে ফিরে আসে এবং শুয়ে পরে অনুমানিক রাত সোয়া ১০ টার দিকে আসামী মোঃ রুবেল মাল তখন তার চৌকির নিজ থেকে বের হয়ে আসে এবং মুখ চেপে ধরে। জোর জবরদস্তি করে বিভিন্ন ভয় ভিতি প্রদর্শন করে এবং তাকে একাধিকবার ধর্ষণ করে, ধর্ষণ কালীন সময়ে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভিকটিমকে মোবাইলের নগ্ন ভিডিও চিত্র দেখিয়ে আবার ধর্ষণের চেষ্টা করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদর্শন করে।
এই মর্মে ভিকটিম নাটোর জেলা গুরদাসপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করে। মামলা দায়ের এর পরে আসামি মোঃ রুবেল মাল (৩৫) আত্মগোপনে চলে যায়। মামলা তদন্তকারী অফিসার আসামী গ্রেফতারের জন্য, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পে অথিযাচনপএ প্রদান করেন।
এরপর গোয়েন্দা নজরদারি জোরদার এবং ছায়া তদন্ত শুরু করে। র্যার -৫, নাটোর ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আসামী মোঃ রুবেল মালের অবস্থান সনাক্ত পূর্বে, ১৭-০৩-২০২৪ ইং ১৫.৩০ হতে ১৮.৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামি, রুবেল মাল, পিতা-ফরিদুল মাল, সাং- দেবোওান গোরিলা, থানা- গুরদাসপুর, জেলা- নাটোরকে, গুরদাসপুর থানাধীন বিন্দা বনপুর গ্রাম হতে গ্রেফতার করতে সক্ষম হয়।