আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ হয়নি- বিএনপি নেতা দুলু

সত্যবার্তা ডেস্কঃ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন-বিএনপিরভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন   বন্ধ হয়নি।

 

২০০৮, ২০১৪,২০১৮,২০২৪ সালে যে কটা নির্বাচন হয়েছে, তার সবগুলেঅই ছিল ষড়যন্ত্র মুলক। চক্রান্তেরকরে মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধভাবে  রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামীলীগ।

 

এসব নির্বাচনের কোন জবাবদীহিতা নেই। তাই ৭ ই জানুয়ারীর এক দলীয় নির্বাচন জনগন প্রত্যাখান করেছে।

 

শনিবার জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কুদ্দস তালুকদার দুলু এসব কথা বলেন।

 

শহর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি প্রমুখ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর