সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত তাছের আলী ছেলে কাওছার আহমেদ। ২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। কাওছার আহমেদ বাসের হেল্পারী করে জীবিকা নির্বাহ করতেন। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার।
কাওছার আহমেদ রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৮ মাস আগে তার মরণব্যাধি খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। কাওছার আহমেদ সম্পর্কে প্রতিবেশী’রা জানান, সে একজন পরিশ্রমি শ্রমিক নেতা। আটমাস আগে তার খাদ্যনালীতে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।কাওছার অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে।