আজ- রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

সত্য বার্তা ডেস্ক :

নাটোর জেলার নলডাঙ্গা থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে (সোমবার ১০ জুলাই) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ত্রিমোহনীয়া বাজার এলাকায় র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। আসামি মোঃ মেহেদী হাসান (ওরফে) সোহেল (২৭), পিতা- মোঃ জমিন উদ্দিন, সাং- কৃষ্ণপুর দীঘা, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, আসামি মোঃ মেহেদী হাসান (ওরফে) সোহেল নলডাঙ্গা থানার মামলা নং- ০৭, তারিখ- ০৮/০২/২০২২ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) জিআর নং- ১৯/২২ (নল) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বিজ্ঞ আদালত উক্ত মামলায় অভিযুক্ত মোঃ মেহেদী হাসান (ওরফে) সোহেল কে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেফতার করে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর