আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

মাধনগর এস.আই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন!

সত্যবার্তা ডেস্ক :

 

নাটোরের নলডাঙ্গার মাধনগর এস.আই(শামসুল ইসলাম) উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুন) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন উদ্ভোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইালাম শিমুল এমপি। মাধনগর এস.আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বার, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা মাসুূদ ও উপজেলা শিক্ষা প্রকৌশলী সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এম.পি শিমুল বলেন ” বঙ্গবন্ধু সু-যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আজ শত ষড়যন্ত্রের পরেও পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এসময় অত্র প্রতি অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি ৩(তিন) লক্ষ টাকা বরাদ্দ ঘোষনা করেন। অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সাবেক উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নীল, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, ভাইস চেয়ারম্যান আঃ আলীম, রইচ উদ্দিন রুবেল, যুবলীগ নেতা দেওয়ান শাহজালাল সহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর