সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন এর মির্জাপুর দীঘা গ্রামের ভুমিহীন ও গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ( লোহার সপ্ম্রদায়ের) জনৈক ভগরানী(৩২) স্বামী শ্রী উকিল কর্মকার পেয়েছেন জমি সহ দৃষ্টি নন্দন একটি বাড়ি। উল্লেখ্য যে, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহ- হীন থাকবে না প্রতিপাদ্য বিষয়কে ধারন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের প্রত্যেকটি থানায়, একটি করে হত দরিদ্র পরিবারের জন্য, একটি করে জমি সহ গৃহ নির্মানের প্রকল্প গ্রহন করেছে। তারই অংশ হিসেবে, নাটোর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা বিপিএম পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায়, নাটোর জেলার সাতটি থানায় নির্মিত করা হয়েছে সাতটি দৃষ্টিনন্দন বাড়ি।
অদ্য ১০/০৪/২০২২ তারিখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। নাটোর জেলার নলডাঙ্গা থানার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দীঘা গ্রামে, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, মোঃ শফিকুল ইসলাম এর তত্বাবধানে নির্মিত এই দৃষ্টি নন্দন বাড়িটি, অদ্য ১০/০৪/২০২২ তারিখে, একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোহার সম্প্রদায়ের একজন ভুমিহীন ও গৃহহীন জনৈক, ভগরানী (৩৫) পিতা সুবল কর্মকার, স্বামী শ্রী উকিল কর্মকার এর নিকট হস্তান্তর করেন।
Md
‘নলডাঙ্গায় ভূমি ও গৃহহীন ভগরানী পেলেন দৃষ্টি নন্দন একটি বাড়ি ———————————— নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন এর মির্জাপুর দীঘা গ্রামের ভুমিহীন ও গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ( লোহার সপ্ম্রদায়ের) জনৈক ভগরানী(৩২) স্বামী শ্রী উকিল কর্মকার পেয়েছেন জমি সহ দৃষ্টি নন্দন একটি বাড়ি। উল্লেখ্য যে, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহ- হীন থাকবে না প্রতিপাদ্য বিষয়কে ধারন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের প্রত্যেকটি থানায়, একটি করে হত দরিদ্র পরিবারের জন্য, একটি করে জমি সহ গৃহ নির্মানের প্রকল্প গ্রহন করেছে। তারই অংশ হিসেবে, নাটোর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা বিপিএম পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায়, নাটোর জেলার সাতটি থানায় নির্মিত করা হয়েছে সাতটি দৃষ্টিনন্দন বাড়ি। অদ্য ১০/০৪/২০২২ তারিখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। নাটোর জেলার নলডাঙ্গা থানার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দীঘা গ্রামে, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, মোঃ শফিকুল ইসলাম এর তত্বাবধানে নির্মিত এই দৃষ্টি নন্দন বাড়িটি, অদ্য ১০/০৪/২০২২ তারিখে, একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোহার সম্প্রদায়ের একজন ভুমিহীন ও গৃহহীন জনৈক, ভগরানী (৩৫) পিতা সুবল কর্মকার, স্বামী শ্রী উকিল কর্মকার এর নিকট হস্তান্তর করেন।