সত্যবার্তা ডেস্ক:
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় মোঃ রতন (২৫) পিতা- মৃত তৌকি, সাং- মল্লিকহাটি, থানা-জেলা নাটোর। দিঘাপতিয়া বাজার থেকে তার বন্ধু মোঃ রাসেল (২২) পিতা- মোঃ আইয়ুব আলী সাং-দিঘাপতিয়া (সাঝির মোড়) এর কিওয়ে ১২৫ সিসি মোটরসাইকেল নিয়ে শহরে যাওয়ার কথা বলে বের হয়, দিঘাপতিয়া উত্তরা ফিলিং স্টেশনে তেল তোলার জন্য যায় কিন্তু সেই পাম্পে তেল না পেয়ে, হাগুড়িয়া এফ এন এ ফিলিং স্টেশনে যাওয়ার পথে। কাইশাবাড়ী ব্রিজ এর উপরে অজ্ঞাত নামা গাড়ির সাথে এক্সিডেন্ট করে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়, ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থল থেকে দ্রুত রতন’কে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে রাত ২১:০০ ঘটিকার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় (রতন) মৃত্যুবরণ করেন।