আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

রাজশাহীর বাঘা থেকে ৮৭৬ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

সত্যবার্তা ডেস্ক:

রাজশাহী জেলার বাঘা থানাধীন চন্ডিপুর বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প।

অদ্য ২৫ আগস্ট ২০২২ ইং তারিখ ১৪:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চন্ডিপুর বাজারস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৭৬ পিস ইয়াবাসহ আসামী ১| মোঃ শাহাবউদ্দিন সরকার (৪০) পিতা- মোঃ হাসেম সরকার, ২| মোঃ মইনুল হক (৪৫) পিতা- মৃত মজিবর রহমান, উভয়ের সাং- বাংলা বাজার (উত্তর খারী জাতাক) থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখেও স্বীকার করে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর