সত্যবার্তা ডেস্ক:
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী মহানগরীর কাঁটাখালি থানাধীন কাঁটাখালি স্কুল মার্কেট এলাকায়। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, ৪৩০ পিস ইয়াবাসহ আসামী ১| মোঃ রবিউল ইসলাম রবিন (২২), পিতা- আলমগীর হোসেন, সাং- বশড়ী, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়।
র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এবং জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।