সত্যবার্তা ডেস্ক:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতুল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শুক্রবার ২১ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহীর চন্দ্রিমা এলাকায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে, আসামী মোঃ মুস্তাকিম (১৮) পিতা- মোঃ ইসরাফিল হক, সাং- আচয়াভাটা, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তি মোঃ মুস্তাকিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এবং তার দেহ তল্লাশি করে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।