
সত্যবার্তা ডেস্ক :
নাটোর র্যাব -৫ ,রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২১ই জুন ২০২২ইং তাং এ ০৯.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাইপাস এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল মাদক বরোধী অভিযান পরিচালনা করে ক) ইয়াবা ট্যাবলেট ১৯৫ পিস ,খ) মোবাইল ০১টি গ) সীমকার্ড ০১টি ঘ) মেমোরী কার্ডসহআসামী ১। মোঃশহিদুল ইসলাম (৩৫),পিতা -মৃত- আবুল কাশেম মোল্লা সাংনন্দীকুজা ,থানা – বাগাতিপাড়া ও জেলা নাটোর কে আটক করেন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে জব্দ কৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে । আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বাগাতিপাড়াথানায় মদকদ্রব্য আইনে মামলা রজু হয়েছে ।