সত্যবার্তা ডেস্ক:
নাটোর ক্যাম্প, র্যাব -৫ ,রাজশাহীর একটি অপারেশন দল ইং ৬ জুলাই ২০২২ তারিখ রাত০২.০০ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন হোসেনপুর পূর্ব পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ফজলুল হক (৬৫) পিতা মৃত এনাতুল্লা প্রামানিক এর বসত বাড়ীর সামনে কোম্পানি কমান্ডার অতি ঃ পুলিশ সুপার মোঃ ফরাদ হোসেন ও কোম্পানি উপ অধিঃসহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ,রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং ০৯ ,তারিখ ০৯,০১,২০২২,সালের নারী ও শিশু নির্যাতন আইনে মোঃ রিপন আলী (৩৫) ,পিতা -মৃত মকবুল হোসেন সাং চাদপুর কাকড়াবাড়ী ,থানা চারঘাট ,জেলা -রাজশাহী – কে আটক করে ।
উল্লেখ্য যে ভিকটিম জনৈকা টিএমএসএস কর্মী গত ২৯/১২/২০২১ইং তারিখ টিএমএসএস সদস্যার বাড়ীহইতে নগদ মোট ৪৬৮৫০/- টাকা কিস্তির অর্থ সংগ্রহ পূর্বক রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় বাড়িতে ফেরার পথে উল্লেখিত আসামী মোঃ রিপন আলী (৩৫) সহ আরো দুইজন আসামী মোটরসাইকেলযোগে এসে পথরোধ করত জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ।পরে ভিকটিমকে একটি আমবাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবংভিকটিমের নিকট থাকা নগদ মোট ৪৬৮৫০/- টাকা কিস্তির অর্থ ৗ তার ব্যবহার কৃত মোবাইল ফোন নিয়ে পলিয়ে যায় ।
আসামীকে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।