সত্যবার্তা ডেস্ক :
নাটোর র্যাব -৫ , রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২৮ জুন ২০২২ ইং তারিখ রাত ১.০০ ঘটিকা হইতে রাত ২.০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর সহকারী পরিচালক ,ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়এ সহিত যৌথ অভিযান পরিচালনা করে নাটোর জেলার সদর থানাধীন হালসা ইউনিয়নের ফুলশর গ্রামে জনৈক মোঃ ফয়েজ উদ্দিনের বসত বাড়িতে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুুত করার দায়ে ”শুভ এন্টারপ্রাইজ “ এর সত্ত্বাধিকারী মোঃ মহিউদ্দিন কাজল (৪৫) পিতা- মৃত হাসমত মোল্লা সাং পালপাড়া ,থানা-পুঠিয়া ,জেলা -রাজশাহীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩,৪৫এবং ৫০ ধারায় মোট ৩৫০,০০০/-টাকা জনরমানা করা হয় ।
উক্ত সময় উক্ত স্থান হতে মোট ৪১,৯০০পিস নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের ক্রিম স্থানীয় সাক্ষী ও জনসাধারনের সামনে জব্দ করা হয় ।
এবং পরে তা পুড়িয়ে ফেলা হয় ।