আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

লালপুরে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে এক যুবকের মুত্যু!

সত্যবার্তা ডেস্ক:

 

নাটোরের লালপুরে পদ্মার চরে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পদ্মা নদীর পানিতে ঝাঁপ দেয় কামরুল ইসলাম রানা (৪২) নামে এক যুবক। ঘটনার একদিন পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার নবীনগর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। নিহত যুবক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসরে অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অনন্ত ২০ থেকে ৩০ জন পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে পদ্মা নদীর পানিতে ঝাঁপ দেয় কয়েক জন যুবক।এর মধ্যে নদীতে সাঁতরিয়ে পার হতে গিয়ে গতকালকে ওই যুবক নিখোঁজ হয়।

পরে মঙ্গলবার দুপুরে নবীননগর এলাকায় মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে এনে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল সোমবার এবিষয়ে কোন অভিযানে যায়নি পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার