সত্যবার্তা ডেস্ক:
নাটোরের লালপুরে একটি বেসরকারী হাসপাতালে ভাংচুর ও হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে মানব কল্যান হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কতৃপক্ষ। ১৬ জানুয়ারী (সোমবার) বিকেলে মানব কল্যান হাসপাতাল ও ডায়াগনষ্টিক কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসপাতালটির পরিচালক একাব্বর হোসেন শান্ত অভিযোগ করে বলেন, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় মানব কল্যান হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় হাসপাতালের সহকারী পরিচালক আলমগীর কবির রাজনের কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। হাসপাতালের আসবাবপত্র ভাংচুরের সময় বাধা দিতে গেলে তাদের হামলায় হাসপাতালটির সহকারী পরিচালক রাজন গুরুতর আহত হয়।
হামলার পুরো দৃশ্য হাসপাতালটির সিসি টিভিতে ধরা পড়ে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। তবে পুলিশ বলছে ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে হামলা ও মারামারির ঘটনা ঘটতে পারে । ইতিমধ্যে দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।