সত্যবার্তা ডেস্ক:
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের সক্রিয় একজন সদস্য কে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। লালপুর থানাধীন মহারাজপুর এলাকায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মোবাইল ফোনের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায়, আসামী মোঃ পিয়াস আলী (২১) পিতা- মোঃ ইমাজ উদ্দিন সরকার, সাং- গন্ডবিল, থানা- লালপুর, জেলা-নাটোর কে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তি মোঃ পিয়াস আলী সে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ইমো ব্যবহারকারীদের, ইমো হ্যাক করে ও পরবর্তীতে ভিকটিম এর পরিচিত ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ায় এদের পেশা এবং এরা ইমো হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য বলেও মন্তব্য করেন।