সত্যবার্তা ডেস্ক:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অপহৃত স্কুলছাত্রীকে নাটোরের নলডাঙ্গা থেকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ হৃদয় কে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
অদ্য ০৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখ (বৃহস্পতিবার) ০৪:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের কোম্পানী মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল এবং র্যাব-১৩ রংপুর এর সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করে। নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মির্জাপুর দিয়ার গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ হৃদয় চকিদার (২২), পিতা- মৃত লালমিয়া চৌকিদার, সাং- কিনাউল্লাহ মানবরকান্দি, থানা- জাজিয়া, জেলা শরিয়তপুর কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ০১/০১/২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ৯ টার সময় জৈনক স্বপন চন্দ্র দাস (৩৮), পিতা- বিসস্বর দাস, সাং- দলগ্রাম, থানা- কালীগঞ্জ, জেলা লালমনিরহাট এর দশম শ্রেণীর পড়ুয়া মেয়েকে গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় অপহরণ করে। তারই প্রেক্ষিতে আসামী কে গ্রেফতার করা হয় জানা গেছে।