আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য: পলক

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বললেন, মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

 

তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দেশকে নিরাপদ করেছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে সিংড়া কোর্ট মাঠে মুক্তমঞ্চে বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার তাজপুর ইউনিয়নের ৪ হাজার ৩০৩ জন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পলক বলেন, প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেছেন। তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। পরে প্রতিমন্ত্রী সমজান শেরকোল ইউনিয়ন এবং লালোর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির পনের হাজার সুবিধাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা করেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর