সবুর আহম্মেদ বিনোদন প্রতিবেদক।
সবাই নায়ক কে পছন্দ করে কেন জানিনা। আমার তো তাকেই পছন্দ জাহারা মিতু।
গুনী নির্মাতা শাহীন সুমন এর নতুন সিনেমা কুস্তিগির। যেখানে নায়ক হিসেবে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী এবং তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যাবে জাহারা মিতু কে।
এদিকে আজ জাহারা মিতু তার ফেসবুক ওয়ালে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের সাথে কিছু ছবি শেয়ার করেন। ফলে ছবিগুলো মুহূর্তেই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পরে। হয়ে যায় তাদের মূল আলোচ্য বিষয়।
এদিকে মিশা সওদাগরের প্রতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে নায়িকা বলেন। সবাই নায়ক কে কেন পছন্দ করে জানিনা আমার কিন্তু আপনাকে পছন্দ হয়। এছাড়াও তাদের তিনটি ছবি চলমান রয়েছে। কিন্তু তারা কখনও এক ফ্রেমে কাজ করার সুযোগ করতে পারেনি। শাহিন সুমন এর পরিচালনায় “কুস্তিগির” ছবিতে বাপ্পী-মিতুর বিপরীতে এবার দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর কে।