সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব এ্যড. জুনাইদ আহমেদ পলক মহোদয়ের নির্দেশনায় ৬০ কেজি করে ১৮০ কেজি চাল,এক লিটার সয়াবিন, এক কেজি ডাল,দুই কেজি আলু, দুই কেজি করে পেঁয়াজ সহায়তা প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষে সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আল ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আল আমিন সরকার। এর আগে গতকাল রাতে পরিদর্শন করেন শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফল হাবিব রুবেল।