সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুরে গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বড় সাঁঐল গ্রামের লাল স্কুলের পাশেই এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় সাঁঐল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইউসুফ আলী, শহিদুল ইসলাম,আঃ খালেক ও আঃ মালেক সহ তাদের মায়ের পাঁচটি বসতঘর। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের বিদেশে কাজের উদ্দেশ্য যাবার জন্য গচ্ছিত নগদ ৩ লক্ষ টাকা সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)
মোঃ রওশন আলী জানান, বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। এতে ভুক্তভোগীদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করার চেষ্টা করবো।