সিংড়া উপজেলা প্রতিনিধি :
আলিফ বিন রেজা :
নাটোরের সিংড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রে আনে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার তাজপুর ইউনিয়নের রাখাল গাছা গ্রামের আজাহার মন্ডলের ছেলে কৃষক আব্দুল রাজ্জাকের বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের উৎপত্তি ঘটে। পরে কৃষক আব্দুল রাজ্জাকের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় ওই কৃষকের তিনটি টিনের ঘর এবং ঘরের ভেতরে থাকা নগদ টাকা সহ টিভি, ফ্রিজ ও সংসারের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ভুক্তভোগী ওই কৃষকের আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়।
ঘটনাটি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।