আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় আগুনে পুরলো বাগানবাড়ি, ক্ষতি প্রায় ৪ লক্ষ টাকা।

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পেয়ারার বাগান বাড়িতে আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বাগান মালিক জিন্নাত আলীর।

 

শুক্রবার (১৯শে আগষ্ট ) প্রায় ৮টায় উপজেলার লালোর ইউনিয়নের নলবাতা মোল্লাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী । এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জিন্নাত আলী সহ তাদের অন্যান্ন ভাইদের স্বপ্ন।

 

জিন্নাত আলী জানান, আমার এই পেয়ারা বাগান ৩০ বিঘা জমির উপরে তৈরি করার ফলে দেখা শুনা ও কাজের লোকের জন্য রেষ্ট করার জন্য ৩টি ঘর নির্মাণ করা আছে তার মধ্যে ২টা ঘরে বিদ্যুৎ সংযোগ আছে ও ১টাতে নেই আমার সে ঘরে মুলত রাখা হতো সকল ওষধ নাটিভো, ইস্টিল,ইস্কো,থিয়োভিট, জাজ পাউডার, বিভিন্ন দানাদার, স্পে মেশিন ঘরের আসবাব পত্র পুরে ছাই সবই ছাই হয়ে গেছে এবং প্রায় ৫০টি পেয়ারা গাছে আগুনের তাপে নষ্ট হয়ে গেছে তার সব গুলোতেই পেয়ারা ধরা অবস্থায় ছিলো।

 

তিনি আরো জানান, কৃষিবিদ কর্মকর্তার পরামর্শে আগের দিন প্রায় আড়াই লক্ষ টাকার ঔষুধ জমিতে প্রয়োগের উদ্দেশ্য ঘরে রাখা ছিলো। আমরা কোন ভাই ধুমপান করিনা। শ্রমিদের ছুটি থাকায় প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে তার বাগান ঘরে শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তবে সে এখনো চিহ্নিত করে পারেনি।

 

সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সঠিক বিচারের দাবি জানান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর