আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় আ’লীগ কর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অবসর সেনা সদস্য মোঃ সাইফুল ইসলাম সাইফ মাহমুদকে গত ২৮ অক্টোবর শশুড় বাড়ি পাঁচপাকিয়া গ্রাম থেকে আসার পথে বিয়াশ চকপাড়া ও পাঁচপাকিযা গ্রামের মাঝের রাস্তায় পথরোধ করে মটর সাইকেল ও টাকা ছিনতাই সহ সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় বিয়াশ মজেল মোড় এলাকায় স্থানীয় ইউপি সদস্য ও ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তারেক হোসেন দুলালের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার সহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠানের সভাপতি তারেক হোসেন দুলাল বলেন, সাইফ মাহমুদ একজন ত্যাগী ও একনিষ্ঠ আওয়ামীলীগ কর্মী।

 

তার উপর এ ধরনের হামলা মেনে নেয়া যায় না। আমরা পরোক্ষ ভাবে উপলব্ধি করে দেখতে পাচ্ছি হামলাকারীরা বর্তমান চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের লোক। তার মদদে যদি এ ঘটনা হয়ে থাকে তাহলে তাকেও আমরা ছাড় দেবো না।

 

বিষয়টি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে হস্তক্ষেপ দাবি করেন তিনি। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে ঘটনার সাথে জড়িত বিয়াশ চকপাড়ার শাহিন মেকারের ছেলে সজিব ইসলাম(২৫) ও একই পাড়ার রবিউল করিমের ছেলে উজ্জল হোসেন(২৪) কে আসামী করে ৭ জনের নামে সিংড়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী সাইফ মাহমুদ।

 

ভুক্তভোগী সাইফ মাহমুদ বলেন, ঘটনার দিন বিকাল ৩ টায় আমি শশুড় বাড়ি থেকে আসার পথে আমার প্রতিপক্ষরা প্রায় ৭ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে আমাকে পথ রোধ করে হামলা করে। হামলাকারীদের হাতে থাকা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি।

 

এসময় আমার মটর সাইকেল সহ আমার কাছে থাকা নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নেই।

 

আমার ডান হাতের কনুইয়ের নীচের অংশের হাড় ভেঙ্গে গেছে। এক্সেরে রির্পোট আছে। আমি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সমাবেশে বক্তব্য দেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলহাজ কায়েম, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আত্তাব আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুব হোসেন, শাহীন মাষ্টার, হাতেম আলী, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুল ইসলাম, আওয়ামীলীগ কর্মী আইউব আলী,ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস প্রমূখ।

 

এ বিষয়ে জানতে চাইলে ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন মোবাইল ফোনে জানান, ঘটনার পর আমি বিষয়টি জেনেছি। আমি দুই পক্ষের সাথে কথা বলে সুষ্ঠ ব্যবস্থা করার চেষ্টা করছি। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর