আলিফ বিন রেজা:
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শেষে কোর্ট মাঠে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।