সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৮ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা।
চেয়ারম্যান পদে ভোট না থাকায় নিরুত্তাপ। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার শূন্য কেন্দ্র। কোথায় ভোটারদের লাইন চোখে পড়েনি।
উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৩ জন ও মহিলা ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৩৩ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ সংখ্যা ৮১০ টি। মোট ভোটার ৩,১২,৫৭০ জন। পুরুষ ভোটার ১,৫৭,৭১৯ জন, মহিলা ভোটার ১,৫৪,৮৪৯ জন।