সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সঞ্জীব (৫০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় বাগমারা গ্রামে গতকাল বৃহঃস্পতিবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। সঞ্জীব (৫০) বাগিমারা গ্রামের মৃত অভিরাম চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, সঞ্জীব (৫০) ঋণগ্রস্থ এবং পারিবারিক কলহের কারণে বৃহঃস্পতিবার বিকেল ৫ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১০ টায় সে মৃত্যুবরণ করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।