আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় গণশুনানির অভিযোগের পরদিনই ওসি’র বদলি!

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধি :

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানিতে নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের অনিয়মের বিষয়ে অর্ধশত মানুষ অভিযোগ করার পরদিনই তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তবে সোমবার (১৪ আগস্ট) এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার তারিকুল ইসলামের দাবি, ওসি মিজানুর রহমানকে ক্লোজ করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্ক।

 

এর আগে, রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অর্ধশত ভুক্তভোগি চাকরি দেয়ার নামে টাকা নেয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা বিষয়ে প্রতিকার চাইতে থানায় গেলেও ওসির সহযোগিতা পান না বলে অভিযোগ করেন।

 

এ সময় ভুক্তভোগিদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখা দেয়ার চেষ্টা করেন। ভুক্তভোগিদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এ নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, সিংড়ার থানার ওসির বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন কর্মকর্তাকে পোস্টিং করা হবে বলেও জানান তিনি। এর আগে ২০২২ সালের ২৩ জুন বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি থাকাকালীন মিজানুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার হুমকি ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ নিয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছিলেন হানযালা নামে এক ব্যবসায়ী।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর