আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেন ছিনতাইকারীরা।
রবিবার (৭ মে) ভোর আনুমানিক ৪টার সময় মোটরসাইকেল নিয়ে আসার সময় ছিনতাইকারীরা সিংড়া ব্রিজের নিচে ইমন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। ইমন বলেন, চাকু ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার বাইক ছিনতাই করার চেষ্টা করে ছিনতাইকারীরা।
আহত ইমন রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী। তার বাড়ি সিংড়া উপজেলার খরমকুরি গ্রামে।
গোঁপনসুত্রে জানা যায়, এলাকায় ব্যাপক মাত্রায় মাদকদ্রব্য সেবনের পরিমাণ বেড়ে যাওয়ার কারনে সকল অপরাধ কর্মকান্ড বেড়ে গেছে।
চলনবিল বাসীর দাবী, উপজেলা প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।