আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুসহ দুইজনের মৃত্যু!

মোঃ রেজাউল করিম:

নিজস্ব প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে কদভানু (৩২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ০৩ সেপ্টেম্বর (রবিবার) উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় সেরঙ্গবাড়িয়া (জোড় পুকুরিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আশরাফ আলীর স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের লোকজন এর সাথে ঝগড়া হয়।

 

পরে অভিমানী মোছাঃ কদভানু বেগম ওই গ্রামের মোহাম্মদ পিতা অজ্ঞাত কে ডাক দিয়ে ঘরে ইদুর মারবে বলে কীটনাশক গ্যাস ট্যাবলেট কিনতে বলে। পরে সে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর আহত হওয়ায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

অপরদিকে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের সাদ্দাম (৪৮) পিতা অজ্ঞাত নামে এক বৃদ্ধের ও পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়।

 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের বিরুদ্ধে ০৪.০৯.২৩ ইং তারিখে অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং ২৯।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার