সত্য বার্তা ডেস্ক:
নাটোরের সিংড়ায় পুলিশ ও স্থানীয় জনগণের সহয়তায় ০৪জন ছাগল চোরকে আটক ও চুরি করা ছাগল এবং চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় ভিকটিম মোঃ আমিনুল ইসলাম (২৯), পিতা- মোঃ মোবারক ইসলাম, সাং- বনকুড়াইল,থানা- সিংড়া, জেলা- নাটোর তার বাড়ির পাশে একটি মাঠের মধ্যে ০৪টি ছাগল ঘাষ খাওয়ানোর জন্য বেঁধে রাখে। একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় একজন মহিলা সহ ০৫জন আসামী একটি সিএনজি যোগে উক্ত স্থানে এসে ভিকটিমের ঘাষ খাওয়ানোর জন্য বেঁধে রাখা ০৪টি ছাগলের মধ্যে ০১টি খাসি ছাগল চুরি করে সিএনজি যোগে পালানোর সময় ভিকটিম ও স্থানীয় লোকজন টের পেয়ে চোর চোর বলিয়া চিৎকার করে সিএনজিকে ধাওয়া করে এবং সিংড়া থানা পুলিশকে সংবাদ দেয়। সঙ্গে সঙ্গে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হইয়া স্থানীয় লোকজনের সহয়তায় সিংড়া থানাধীন কুঞ্চিভদ্রা গ্রামের মধ্যে আসিয়া সিএনজি ও চোরাই ছাগল সহ ০৪ জন চোরকে আটক করে এবং একজন চোর কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ১। মোঃ রিপন শেখ (২৪), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- চন্দিদাসগাতি (চন্দ্রারগাতি), থানা- সিরাজগঞ্জ সদর, ২। মোঃ হাশেম আলী (৪২), পিতা- মৃত জবেদ আলী, সাং- হোসেনপুর, থানা- সিরাজগঞ্জ সদর, ৩। মোঃ ইসমাইল মীর (৬০), পিতা- মৃত মীর শামসুল আলম, সাং- দিয়া ধানগড়া, থানা- সিরাজগঞ্জ সদর, ৪। মোছাঃ সুফিয়া বেগম (৩৫), পিতা- নিজাম মন্ডল,জং- মৃত মজনু, সাং- চড় বড়দূল, থানা- কামারখন্দ, সর্ব জেলা- সিরাজগঞ্জ। এবং একজন পলাতক আসামী মোঃ শাহাদত ভূইয়া (৩৫), পিতা- মৃত বালাদুল ভূইয়া, সাং- সায়দাবাদ (ভূইয়াপাড়া কেষ্টপুর), থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।