আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় চুরি যাওয়া বৈদ্যুতিক মালামাল ও চুরির সময় ব্যবহার করা বৈদ্যুতিক সরঞ্জাম সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পার-সাঁঐল ভাই-ভাই রাইস মিল এলাকায় একটি সিএনজি চালিত অটো ভ্যানে চোরাইকৃত এসব মালামাল নিয়ে যাওয়ার সময় এলকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল সহ দুই চোরকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
আটককৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার পালই কান্দে গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ আলিফ হোসেন ও অপরজন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ্ ইউনিয়নের পার সাঁঐল গ্রামের আসিফ হোসেনের স্ত্রী মোছাঃ বেলী খাতুন। পরে তাদের চুরির মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।