আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর হাফেজ মো. আব্দুর রাজ্জাক নামে এক নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে পা ভেঙ্গে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা উপজেলার সাতারদিঘি ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ঘটেছে।
তিনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও করচমারিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় নামাজ শেষে ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে জামায়াতের ওই নেতাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার মনিনাগ নামক রাস্তায় একটি সড়কে চোখ বাঁধা, হাত, পা ভাঙ্গা ও রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এমন একটা ঘটনা শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।