সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু! নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুল হক (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বলিয়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক সিংড়ার হিজলি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে সিংড়া-কলম আঞ্চলিক সড়কের বলিয়াবাড়ি এলাকায় হেঁটে পথ চলার সময় বালুবহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয় শামসুল হক। এতে ঘটনা-স্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত পথচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।