আলিফ বিন রেজাঃ
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে তবলু মিয়া (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নাটোর-বগুড়া মহাসড়ের জামতলী কালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তবলু মিয়া উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় এ ঘটনায় আহত ভটভুটি চালককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তবলু মিয়া ওমরপুর হাট থেকে ভটভুটি যোগে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চাকা পিষ্ট হয়ে নিহত হন তিনি।