আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত!

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আলিফ বিন রেজা :


নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী অভি (২২) নামে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

 

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।

 

তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

 

ঘটনাস্থল থেকে জানা যায়, মোটরসাইকেল চালক মীম একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তার সহকর্মী হিসেবে তিন মাস ধরে কাজ করছে অভি। কাজের সুত্রধরে রাতে তারা দুজন নাটোরের উদ্দেশ্যে যাত্রার জন্য রওনা দিলে পথে মধ্যে রাস্তায় কাঁদা থাকায় গাড়িটি ধীরগতিতে চালালে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে অভি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্টে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এবং চালক মীম আহত হয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমাদের পুলিশের রাতে টহলকারী গাড়ি টি দ্রুত সময়ের মধ্যে ট্রাক সহ ড্রাইভার কে আটক করতে সক্ষম হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর