আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় থেলকুড় সঃপ্রাঃ বিদ্যালয়ে বিজয় দিবস পালিত হয়েছে।

সিংড়া উপজেলা প্রতিনিধি:

আলিফ বিন রেজা:

সিংড়ায় থেলকুড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৫১ তম মহান বিজয় দিবস পালন করা হয়। বাঙালী জাতির জন্য একটি উৎসব ও আনন্দের দিন। বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস ।

 

দিবসটি পালন উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত হয়ে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু করেন দিবসটির ১ম পর্ব।

 

পরবর্তীতে সুর্য্যদয়ের সাথে সাথে মুক্তি যুদ্ধের চেতনায় শহীদের স্মরনে রচনা, নাটক, গল্প ও কবিতা আবৃত্তিসহ আলোচনা সভার মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়।

 

প্রধান শিক্ষক শেরশাহ সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। উপজেলা আওয়ামীলীগের সহ- দপ্তর সম্পাদক ও কালীগঞ্জ বনমালী ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক হান্নান সাহরিয়ার,খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন । ইউনিয়ন যুবলীগের সভাপতি হুময়ন কবির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

 

স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিততে গুণী শিক্ষক, শিক্ষার্থী, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে এই দিবস পালিত হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার