আজ- বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় নছিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

সিংড়া উপজেলা প্রতিনিধি:

আলিফ বিন রেজা:

নাটোরের সিংড়ায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ী ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়নাল আলীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নাল আলী রাজশাহীর বাসিন্দা বলে জানা গেছে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ী গরু ভর্তি করে বগুড়ার রানীরহাটে যাচ্ছিল। পথে জামতলী থেকে সিংড়ামুখি একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয়নাল আলীর মৃত্যু হয়। এ সময় নছিমন চালক গাড়ীটি রেখে পালিয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নছিমন চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর