আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নদীর ঘাটে খেলতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৭) ও আব্দুস সবুর (১০) নামে দুই ভাই-বোনের মধ্যে ভাই সবুরের মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার করেছ ডুবুরী দল।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা ও সাহাদ ইসলামের ছেলে সবুর। শিশুরা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আব্দুর সবুরের পিতা সাহাজ বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীর পাশে বাঁশের তৈরী ঘাটে খেলা করতে গিয়ে এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়।
ঘটনাটি আশেপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়াস সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরী দল প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল হতে ৫০গজ দূর থেকে সবুরের মরদেহ উদ্ধার করেছে।
সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস নাটোর সদর, মোঃ আকতার হোসেন জানান, একজনকে উদ্ধার করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরীদল তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। প্রয়োজনে অপরজনকে উদ্ধারে পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত ফাতেমা নিখোঁজ ছিল।