আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন পলকের সহধর্মিণী কনিকা

আলিফ বিন রেজা,

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

 

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাটোর-৩, সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।

 

সিংড়া পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কথা তুলে ধরে নৌকার প্রচারণা করে গণসংযোগ করে যাচ্ছেন তিনি । সকাল থেকে বিকাল পযর্ন্ত গণসংযোগ শেষে প্রতি সন্ধায় গুরুত্বপর্ণ গ্রাম ও পাড়ায় নারী ভোটারদের নিয়ে করছেন উঠান বৈঠক।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে গণসংযোগ করেন পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা। গণসংযোগ শেষে দুপুর ১ টায় আয়েশ গ্রামের বাঁধপুকুর পাড়ায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুন আমিনের স্ত্রী লুৎফুল নাহার লতা, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি শামীম রেজা, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাশেম আলী, সহসভাপতি সোহাগ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বকুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক বুলবুল হোসেন রুবেল, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু কাওছার সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর