আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় নৌকা প্রতিকে পলক মনোনীত হওয়ায়, সমর্থকদের আনন্দ মিছিল

 

আলিফ বিন রেজা,

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল করেছেন নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগ,সহযোগি সংগঠন সহ পলক সমর্থকরা।

রবিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলকায় এসে শেষ হয়।
এসময়ে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান শামীমা হক রোজী, মহিলা যুবলীগের সভাপতি খাদিজা খাতুন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের প্রিয় নেতাকে আবারও নৌকার মাঝি করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আর ঘরে থাকার সময় নাই। নৌকাকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচার প্রচারনা চালাতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর