আলিফ বিন রেজা :
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ফাহিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ টার সময় উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে। সে একই গ্রামের রুবেল আকন্দের ছেলে।
নিহতের পিতা রুবেল জানান, আমি শালমারা দাখিল মাদ্রাসায় কর্মরত আছি। প্রতিদিনের মতো আজকেও বাড়ির গেট খুলে প্রতিষ্ঠানে রওনা দিলে, আমার সন্তানটি গেট খুলা পেয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে খেলতে পা-পিছলে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে আমার ছেলেকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।